দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নদী থেকে চোরাই ভাবে বালু উত্তোলন করার দায়ে ২টি বালুবোঝাই ট্রলার জব্দ করে দুইজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাস নগর এলাকা থেকে তাঁদের আটকের পর এই জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। ওই দুই ব্যক্তির হলেন,নেত্রকোনা সদর উপজেলার হরিদাসপুর গ্রামের আব্দুর রশিদ (৩৫)। একই উপজেলার ধামরিকলা গ্রামের মো. দয়াল (৩৭)
অভিযান সূত্রে জানা গেছে,শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত আব্বাস নগর এলাকায় অভিযান চালায় ম্যাজিস্ট্রেট। অভিযান চালাতে সহায়তা করেন দুর্গাপুর থানা পুলিশের একটি দল। অভিযানের সময় আব্বাস নগর এলাকায় নদী থেকে ট্রলার দিয়ে বালু তোলা হচ্ছিল। এ ঘটনায় বালু তোলার সঙ্গে জড়িত আব্দুর রশিদ ও মো. দয়ালকে আটক করে দুইজনকে থানা হেফাজতে আনা হয়। জব্দ করা হয় বালু বোঝাই দুই ট্রলার। পরবর্তীতে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬০ হাজার টাকা করে দুইজনকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান,নেত্রকোনা থেকে ট্রলার নিয়ে এসে দুর্গাপুরের আব্বাস নগর এলাকায় চোরাইভাবে বালু উত্তোলন করছিল। সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তাঁদের বালু বোঝাই ট্রলার জব্দ করা হয়। পরে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এই কাজ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।