=কবি অনিক হাসান=

স্তব্ধ বিকেলের নিরবচ্ছিন্ন কবিতা

স্বপ্নের দিগন্ত ছুঁয়ে আসার শেষ আবেগ

আর নির্ঘুমতার অবসরে লুক্কায়িত ইচ্ছে...

টর্নেডোয় কেড়ে নিলো অবিলাসী

ছন্নছাড়া স্বপ্নগুলো-

পথের ধূলোর সাথে মিশে গেলো

সঞ্জীবনী গান....

মাতাল কাব্য চলে বেতাল

ইচ্ছের শেষ আলিঙ্গনে।

আমি ছিলাম আমার জন্মের

বহুবছর আগে-

নজরুল-জীবনান্দের কবিতায়...

সাঁতড়ে পেরিয়েছি সিংহল সমুদ্র -

শুনেছি আর্ফিয়াসের বাঁশরী...

তবু আপোষ করিনি আমার নিয়তির সাথে।

যে অনর্গল কবিতায় মরেছি আমি-

সে হেসেছে মোর তিষ্ট ক্ষণকালে।

(অনিক হাসান

নেত্রকোনা,বাংলাদেশ)