কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় বৃষ্টি থেমে গিয়ে নদী-খালের পানি কমতে শুরু করেছে। তবে কলমাকান্দা সদরের সাথে বিশরপাশা ও বরুয়াকোনা পাকা সড়কের কিছু অংশ নীচু স্থান ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। শুক্রবার সকাল থেকে আকাশে রোদ দেখা দিয়েছে। কলমাকান্দা উপজেলার উবদাখালী নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, নদীর পানি ১৩ সে: মি: কমে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উবদাখালী নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয়রা জানায়, ভারী বর্ষণ না হলে নদীর পানি আর বাড়বে না। সোমবার ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার সব নদী,খালের পানি বেড়ে যায়। এর মধ্যে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে কলমাকান্দা উপজেলার উবদাখালী নদীর পানি বুধবার ৫১ সে:মি: বিপৎসীমার ওপরে চলে যায়। এতে উপজেলার কৈলাটি, বড়খাপন, খারনৈ, পোগলাসহ ছয়টি ইউনিয়নের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। গ্রামীণ সড়কে পানি উঠায় মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়েন। বেশকিছু বাড়িঘরে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও ইউএনও আসাদুজ্জামান বিভিন্ন এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, উপজেলার হাওরের গ্রামগুলোতে বাড়িঘরে পানি ঢুকেছে। তবে এখন ধীরগতিতে পানি নেমে যাচ্ছে। মানুষের যাতে কোন দুর্ভোগ না হয় সেজন্য প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।