নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইজারা বিহীন চেল্লাখালী নদীর রাজনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোতালেব হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মোতালেব হোসেন রাজনগর সালাহাবাদ গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

শনিবার (২২ জুন) বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলায় প্রবহমান খরস্রোতা চেল্লাখালী নদীটি চলতি বাংলা সনে ইজারা দেয়া হয়নি। ইজারা বিহীন ওই নদীর রাজনগর ইউনিয়নের চেল্লাখালী এলাকায় মোতালেব হোসেন অবৈধভাবে মিনি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদে ওই এলাকায় শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। পরে তাকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।