নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে স্মরণ করে আওয়ামী লীগ। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।