কলমাকান্দা প্রতিনিধি : কলমাকান্দা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৪ হাজার ৭৪৯ কেজি (২৯৫ বস্তা) ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। সেই জব্দকৃত চিনি অবশেষে নিলামে বিক্রি করা হয়েছে।

জব্দকৃত চিনি কলমাকান্দা থানা হেফাজত থেকে বুঝে নেন নিলামে সর্বোচ্চ দরদাতা প্রলয় সাহা । তিনি প্রতি কেজি চিনি ৮৭ টাকা দরে ১২ লক্ষ ৮৩ হাজার ১৬৩ টাকা সরকারি কোষাগারে জমা করেন। এর আগে গত ১১ জুন জেলা আদালত প্রাঙ্গনে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক রিমি সাহার উপস্থিতিতে এ নিলাম কার্য সম্পাদন করা হয়।

এবিষয়ে কলমাকান্দা থানার (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে সবোর্চ্চ দরদাতা প্রলয় সাহার নিকট জব্দকৃত ভারতীয় চিনি বুঝিয়ে দেওয়া হয়েছে।