শেরপুর সংবাদদাতা : শেরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও জেলা স্বেচ্ছাসেবকলীগের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
রোববার বিকেল ৪টায় শেরপুর জেলা শহরের গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর আগে জেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় শহরের সেকান্দর আলী কলেজ মাঠে। পরে সহস্রাধিক নেতাকর্মী সাথে নিয়ে মিছিল সহকারে মূল আয়োজন স্থলে উপস্থিত হন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খুরশেদ আলম ইয়াকুব। এসময় তার সাথে ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম, আশিকুর রহমান রুকসন, শেরপুর শহর শাখার সভাপতি সাইদুর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
এছাড়াও এসময় আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মিছিল সহকারে উপস্থিত হন। পরে সকল নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ। শোভাযাত্রায় নেতৃত্ব দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট নিউমার্কেট পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে পায়রা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু। সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির রুমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ছানুয়ার হোসেন ছানু বলেন, আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরের আপামোর জনগণ যেভাবে সারা দিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তা আমি মুগ্ধ, স্বল্প সময়ে মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে সংঘঠিত হয়েছে তা আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতাকর্মীদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো বলে তিনি এমনটাই জানান।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও পিপি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খুরশেদ আলম ইয়াকুব প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় শেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।