নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় বাংলাদেশের আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ সরকারের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি ইন্দ্রজিত কুমার ধর সুভাষ, মহিদুল ইসলাম, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মন্নাফ খান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিট, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কর্মসূচি ও মিছিল সহকারে নকলা শহরের প্রধান সড়ক পদক্ষেপ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।