তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
জানা গেছে, তারাকান্দা দক্ষিণ বাজার আল হামরা মহিলা মাদ্রাসা (২৮ জুন শুক্রবার) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ- সভাপতি ও তারাকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং দুইবারের সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন (মনি) তালুকদার।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, সেই সাথে জিয়া পরিবারের সকলের কাছে দোয়া চেয়েছেন। অনুষ্ঠানে শেষে দলীয় নেতা কর্মী ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়।