মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ ১৭) উদ্বোধন হয়েছে।
এতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৮ টি দল অংশগ্রহণ করেছে।
দলগুলো হলো- বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন দল, সমাজ-সহিলদেও ইউনিয়ন দল, বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন দল, গাগলাজুর ইউনিয়ন দল, মাঘান-সিয়াধান ইউনিয়ন দল, তেতুলিয়া ইউনিয়ন দল, সুয়াইর ইউনিয়ন দল ও পৌরসভা দল।
শনিবার সকাল ১০টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।
এসময় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, পৌরমেয়র লতিফুর রহমান রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার শিল্পী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিন সকালে উদ্বোধনী খেলায় বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন দল বনাম সমাজ-সহিলদেও ইউনিয়ন দল অংশ নেয়।
আগামী ১ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।