গত ২৯ জুলাই ২০২৪ তারিখে নকলা থানা পুলিশ নকলা থানাধীন পাইস্কে সাকিনে মালিক বিহীন একটি কালো রংয়ের ষাঁড় গরু, শিং লম্বা অনুমান ১ ইঞ্চি, বাম পাশের শিং ভাঙ্গা আছে, মাথায় দুই শিং এর মাঝে লাল রংয়ের চিহ্ন আছে, পিঠের উপরে শিরায় সামান্য সাদা রয়েছে, পেটে ও চার পায়ে সামান্য করে সাদা হয়েছে, লেজ সোজা, মূল্য অনুমান ৮০,০০০/- টাকা প্রাপ্ত হইয়া জব্দ তালিকা মুলে জব্দ করে থানায় নিয়ে আসে। উক্ত গরুটি যদি কারো হয়ে থাকে তাহলে নকলা থানায় যোগাযোগ করার জন্য বলা