ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহেরর ভালুকায় এইচএসসি ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক প্রভাষকসহ ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার মাহমুদপুর গ্রামে অবস্থিত সায়েরা সাফায়েত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র থেকে ওইসব শিক্ষার্থী ও শিক্ষককে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান রোববার (০৭ জুলাই) সকালে ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাদের বহিষ্কার করেন। বহিস্কৃত পরীক্ষার্থীরা সকলেই ভালুকার মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং বহিষ্কৃত প্রভাষক মুস্তাফিজুর রহমান সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজে কর্মরত। নকলে সহায়তা করার দায়ে তাঁকে বহিষ্কার করা হয়।

এর আগে ৩০ জুন অনুষ্ঠিত প্রথম পরীক্ষা ওই কেন্দ্র থেকে একই কলেজের ১০পরীক্ষার্থী ও সায়েরা সাফায়েতের এক প্রভাষকে বহিষ্কার করা হয়। চলতি বছর মনিংসান স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭২১ জন শিক্ষার্থী এইসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।