নালিতাবাড়ী প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সারা বিশ্বের মতো শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭জুলাই) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নালিতাবাড়ী শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার এর নেতৃত্বে এই রথযাত্রা উৎসব শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা রথযাত্রার শুভ উদ্বোধন করেন। শ্রী শ্রী গোপাল জিউর মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দিরে এসে শেষ হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।