মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জিওবি-এডিবি’র সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পানি সরবরাহ ও স্যানিটেশন পূর্ণনির্মানে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ পানি সরবরাহও স্যানিটেশন ব্যবস্থায় প্রবেশাধিকার বৃদ্ধির মাধ্যমে নেত্রকোণার বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করতে বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সভাপতি শাহেদ পারভেজ।

জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সভায় জেলার ১০টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪ ইউনিয়নে ৫৫০ টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকুপ, ২০০টি ৬নং পাম্পযুক্ত গভীর নলকুপ, ২০টি পাবলিক টয়লেট, ৩৫টি মোবাইল টয়লেট ১০০টি ক্ষতিগ্রস্ত নলকুপ পুনর্বাসন, ২টি ট্্িরটমেন্টপ্লান্টসহ মিটিওয়াটার সাপ্লাই নির্মাণ, ১টি গৃহসংযোগসহ (১০-১৫টি) সেন্টালাইজইড সেপটিকট্যাক সিস্টেম নির্মাণ, ২টি ট্রাকমাউন্ট, মোবাইল টাইপ নন স্যালাইন/ফ্রেসওয়াটার ট্রিটমেন্টপ্লান্ট নির্মাণের সিদ্ধান্ত হয়।

জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শামীম আল ইসলাম, তথ্য অফিস নেত্রকোণা জেলা কার্যালয়ের উপ পরিচালক আল ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা কার্যালয়ের উপ পরিচালক শফিকুর রহমান সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো: মারুফ হাসান খান, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার এম রফিকুল হাসান, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, ইউএনডিপি’র প্রতিনিধি মো: আতিকুলহক ও অপূর্ব স্বাতী মাহবুব প্রমূখ।