স্টাফ রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম, আরসিডিএস, পিএসসি (অব), এমপি এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়া মাকিমিনোরির সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। ১০জুলাই বুধবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রীর সাথেই ইওয়া মাকিমিনোরির এটি প্রথম সাক্ষাৎ, তিনি পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাতকালে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম জাপানের সহায়তায় ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত চলমান ৪০ টি প্রকল্প নিয়ে আলোচনা করেন। এছাড়া ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প, স্ট্রেংদেনিং পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এসপিআইএমএস) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জাপানের সহযোগিতার বিষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
পরিকল্পনা মন্ত্রী বলেন,জাপান বরাবরই আমাদেরর উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই সহযোগিতা সমুন্নত রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
জাপানের রাষ্ট্রদূত ইওয়া মাকিমিনোরি জানান, জাপান তাদের কান্ট্রি এসিস্ট্যান্স প্লানরিভাইজ করছে। এক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, বাংলাদেশের চাহিদা বিবেচনায় রেখে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন,জাপান বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পাশে থাকবে। এছাড়া বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।