শেরপুর প্রতিনিধি: শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চরে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের কৃষক মহির মিয়ার ছেলে সুমন ও একিই গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে সুফল মিয়া। তারা দুজনই কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। শেরপুর সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তা মোড়ের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। এসময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিস ও পাশ^বর্তী জামালপুর জেলার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা জাল ফেলে সুমন ও সুফলের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব বলেন, দুইটা শিশুই দুরন্ত ছিলো। তাদের এক সাথে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর পর থেকে বন্যার সময়কালীন সকল অভিভাবকাদের সচেতন করার জন্য আহŸাবান জানানো হবে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।