টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে সিএনজি ও বাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো চারজন।

সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী (তাহের কন:) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৬৫)। তিনি মির্জাপুরের মরহুম শুকুর আলীর ছেলে।

এছাড়া আতহরা হলেন নিহতের স্ত্রী শাহনাজ বেগম (৫৫), নিহতের ভাইয়ের বউ সেলিনা (৩৩), ভাইয়ের ছেলে সিফাত (৫), জামুরিয়া গ্রামের আজগরের ছেলে আবুল কালাম (৩৫)।

স্থানীয়রা জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা সিএনজিযোগে মধুপুরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলস ঢাকা বাইপেল-জামালপুর ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বাস-সিএনজি মধুপুর-জামালপুর মহাসড়কের গোলাবাড়ী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল ও ধনবাড়ী মহাসড়ক স্থানীয়রা এক ঘণ্টাব্যাপী সড়ক অবোরধ করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।