ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মেইন রোডের কয়েকটি হোটেল ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, ঝিনাইগাতী সদর বাজারের কয়েকটি হোটেল ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। পঁচাবাসি খাদ্য এবং অপরিচ্ছন্ন হোটেল রাখার দায়ে এ জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। জরিমানাকৃত হোটেল গুলোর নাম হচ্ছে আড্ডা হোটেল, মা হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার ও সাদিক হোটেল।