আলাওল করিম ফয়সাল,নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জরুরি ভিত্তিতে বন্ধ করে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৬ জুলাই) রাত ১ টার দিকে রেজিস্টার কৃষিবিদ ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের স্বাক্ষরকৃত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ১৭ জুলাই ২০২৪ সকাল ১১ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।