নিজস্ব সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে সেচ পাম্পের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাশেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর গ্রামের শক্কুর আলীর স্ত্রী।

রাশেদার পরিবার জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে সেচ পাম্প দেখতে যান রাশেদা। এ সময় অসাবধানতাবশত তার ওড়নাটি পাম্পের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, সেচ পাম্পের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে