বারহাট্টা প্রতিনিধি : ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যে নেত্রকোণার বারহাট্টায় জাতীয় মৎস্যসপ্তাহ শুরু হয়েছে। সোমবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে অনুষ্ঠিত এক অবহিতকরণ কর্মশালার মধ্য দিয়ে সপ্তাহের শুরু করা হয়।

এসময় গণমাধ্যমকর্মী, মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, আমিষের ঘাটতি পূরণে মাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাছ চাষ করে যেমন আয় করা যায়, তেমনি জীবিকা নির্বাহেও মাছের অবদান রয়েছে। ভোক্তাসহ অন্যান্য সকলের স্বার্থেই মাছের চাষ, উৎপাদন, বৃদ্ধিতে সহযোগিতা ও সংরক্ষণ প্রয়োজন। উপজেলায় মৎস্যচাষে আগ্রহী বেড়েছে। অনেকেই নিজস্ব পুকুর বা জলাশয়ে চাষাবাদ করেন। এতে উৎপাদন কিছুটা বৃদ্ধি পায়। মাছের বিশাল যোগান আসে উম্মুক্ত জলাশয় থেকে। এখানে মাছ প্রকৃতি গত ভাবে জন্ম ও বড় হয়। কিন্তু অসাধু শিকারীরা পোনা ধরে ফেলার কারনে দেশী মাছ দিন দিন হ্রাস পাচ্ছে। বিশেষ করে চায়না দুয়ারী জাল, বিভিন্ন প্রকার মাছ শিকারের ফাঁদ থেকে আমাদের দেশীয় প্রজাতির মাছ গুলো রক্ষা করতে হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, লতিবুর রহমান, রুকুনুজ্জামান, ফরিদ আহমেদ, বিশ্বজিৎ, নাজমুল হক প্রমুখ।