বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা, সরিষা, গম, তিল ও পেঁয়াজ এর বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১’টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ১ হাজার কৃষককে ভুট্টা বীজ, ১ হাজার কৃষককে সরিষা বীজ, ৪০০ কৃষককে গম বীজ, ২০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও ৫০ জন কৃষককে তিলের বীজ বিতরণ করা হবে। বীজের সঙ্গে প্রত্যেক কৃষককে ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।