নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরা। এ সময় ব্যানার-ফেস্টুনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।

বুধবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সোনালী দলের শিক্ষকরা।

এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে একত্রিত হন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশ করেন।

এ সময় শিক্ষকরা কোটা সংস্কার আন্দোলনে নিপীড়ন ও গণগ্রেপ্তার বন্ধ, শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণ, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

একই সঙ্গে অবিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।