বারহাট্টা সংবাদদাতা : নেত্রকোনা বারহাট্টায় “ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যদে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে সকালে উপজেলা কার্যালয়ের চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। এতে প্রধান অতিথি ছিলেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার মিষ্টি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহাঃ আব্দুল কাদের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র মৎস্য অফিসার তরিকুল ইসলাম।
এছাড়া মৎস্য চাষীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।