ডেস্ক রিপোর্ট : আগামী ০৮ আগস্ট (বৃহস্পতিবার) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এঁর জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ০৮ আগস্ট দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কর্মক্ষম অথচ অসহায়/অস্বচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, রেলওয়ে চত্বর, টাউন হল মোড়, চায়না মোড় ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এঁর জীবনীভিত্তিক ভিডিওচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হবে।
এ ছাড়াও জেলার সকল মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার নির্দেশনা রয়েছে। জেলার সকল উপজেলা পর্যায়ে স্ব স্ব কর্মসূচি পালনের নির্দেশনাও রয়েছে।