কেন্দুয়া প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ শুরু হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু করার কার্যক্রম থাকলেও দেশের এই পরিস্থিতিতে শুরু করা যায়নি বললেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক পূর্বে ঘোষিত অনুযায়ী স্মাট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান গন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মাট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ শুরু করেন, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাবিহা আক্তার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ কল্যান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ১ ও ২ নং ওয়ার্ডের বিতরণ কার্যক্রম চলছে, শুক্রবার ৩ ও ৪,পরে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।