ফুলপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আব্দুর রাজ্জাক (রাজ্জাক চেয়ারম্যান) সাহেবের স্ত্রী নূরুন্নাহার বেগম (৮৬) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহে তাঁর মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে উনি দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজা নামাজ পড়া হবে বাদ এশা নিজ বাড়িতে কারাহা গ্রামের (কাশেম চেয়ারম্যান সাহেবর) বাড়ীতে। উনার পরিবার সকলের নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন। উনার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। (ফুলপুর প্রতিনিধি)।