ফুলপুর প্রতিনিধি : ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর নগুয়াস্থ সমৃদ্ধি শাখায় পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রামাউসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান, মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, গ্রামাউসের পরিচালক মোহাম্মদ ফজলুল রহমান প্রমুখ।
গ্রামাউসের নিজস্ব পুকুরে পোনা মাছ ছেড়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
গ্রামাউস সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে পল্লী কর্ম উন্নয়ন ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ময়মনসিংহ জেলার ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলবাড়িয়াসহ ৬টি উপজেলার ১২ হাজার মৎস্যচাষীকে অর্থনৈতিক ও প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছে গ্রামাউস। ভবিষ্যতে এর পরিধি আরো বিস্তৃত হবে।