ঝিনাইগাতী প্রতিনিধি : আগামী ৫ আগষ্ট বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, কৃষি অফিসার হুমায়ুন দিলদার, ওসি বছির আহমেদ বাদল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা।
সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। এসময় উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ব্যাংক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।