টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমিকাকে না পাওয়ার ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মঞ্জুর কাদের (১৮) নামে এক কলেজছাত্র। বৃহস্পতিবার সকালে উপজেলার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এমন ঘটনা ঘটে।
কলেজছাত্র কাদের উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল (বর্তমান গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী) গ্রামের মো. দুলাল মন্ডলের ছেলে। তিনি ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কাদেরের সাথে এক বছর আগে সহপাঠী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটির অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসায় কাদেরকে বিয়ের জন্য চাপ দেয়। ছেলেটি তার সম্পর্কের কথা বাবা মাকে বলতে সাহস না পাওয়ায় তার বোনকে সব খুলে বলে। এরপর কাদেরের বোন তার ভাইয়ের একটা চাকরি না হওয়া পর্যন্ত মেয়েটাকে ফোনের মাধ্যমে ধৈর্য্য ধরতে বলেন। কিন্তু মেয়েটি বার বার তাকে বিয়ে করার চাপ দেয়। চাপের মুখে কাদের মেয়েটিকে বিয়ে করতে না পেরে বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ্ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, হয়তো ওই কলেজছাত্র তার বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।