নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪ জন অসচ্ছল সংস্কৃতি সেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতার মঞ্জুরীকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে নিজ কার্যালয়ের কক্ষে এসব অস্বচ্ছল সংস্কৃতি সেবীদের হাতে চেক তুলে দেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসন, শেরপুর এর ব্যবস্থাপনায় এ চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রসঙ্গত, ১ জন সংস্কৃতি সেবীকে ২৫ হাজার ২শ টাকা ও ৩ জন সাংস্কৃতিক সেবীকে ১৫ হাজার ৬০০শ টাকা করে চেক প্রদান করা হয়