টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে তারা শহরের পুর্ব আদালত পাড়ায় বাসায় এ হামলা চালায়। এ ছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকারে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বটতলা এলাকায় তার গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন।