কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ৬ জনের অবস্থা সংকটাপন্ন এবং শতাধিক আহতের খরব পাওয়া গেছে। রোববার শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জীবন নামে একজন সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার জানিয়েছেন, তিনি সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন আহত রোগী নিয়ে যাওয়ার পর একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করতে দেখেছেন।

এ ছাড়া তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শহরের স্টেশন রোড এলাকায় দুজনের লাশ পড়ে থাকতে দেখেন।

যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিদার মোহাম্মদ তার ফেসবুক আইডিতে স্ট্যাট্যাস দিয়ে দুপুর আড়াইটার দিকে ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত তাদের শনাক্ত হয়নি।