ভালুকা প্রতিনিধি : এক দফা দাবিতে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোনের প্রথম দিনে রোববার (৪ আগস্ট) ময়মনসিংহের ভালুকায় বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর ও একটিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা শ্রমিকবহনকারী ৩০/৩৫ গাড়িসহ শিল্পপুলিশের ২টি গাড়ি ভাঙচুর,একটি মিনি বাস ও ৪টি মটর সাইকেলে আগুন দেয়া হয়। ওই সময় আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে ৪/৫ জন শিল্প পুলিশ আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সরকারীদলীয় লোকজন ভালুকা পৌরসদরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। বিকেলে উপজেলার সিমান্তবর্তী মাস্টারবাড়ি এলাকায় শ্রীপুর এলাকা থেকে কিছু সহস্রাধিক লোকজন এসে বাদশা গ্রুপের বাদশা (বিটিএল) কারখানাটির মূলফটকসহ ভেতরে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। তাছাড়া কোকাকোলা, আরিফ টেক্সটাইল, পিএনিট কম্পোজিট,এনভয় ও নোমান কারখানায় ভাঙচুর করে। এ সময় পিএনিট কারখানার ভেতর ৪/৫ টি কাভার্ডভ্যান ভাঙচুর করে আন্দোলনকারীরা। তাছাড়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকবহনকারী ৩০/৩৫ গাড়িসহ শিল্পপুলিশের একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও এনভয় কারখানার ভিতরে ৭টি গাড়ি এবং কারখানার সামনে শিল্পপুলিশ বক্সের পাশে একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। ওই সময় আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে ৪/৫ জন শিল্প পুলিশ আহত হন।
স্থানীয় লোকজন আরো জানান, বিকেলে সিমান্তবর্তী নাসিরগ্লাস ফ্যাক্টরী এলাকায় বেশ কিছু গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান জানান, আন্দোলনকারীরা তাদের দু’টি গাড়ি ভাঙচুর করেছে। তাছাড়া ইটপাটকেলের আঘাতে তাদের ৪/৫ জন পুলিশ আহত হয়েছেন।