কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসারের বিদায় ও নবাগত শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসারের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় অগ্রণী ব্যাংক পিএলসি কেন্দুয়া শাখার আয়োজনে অগ্রণী ব্যাংক পিএলসি কার্যালয়ে এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে কেন্দুয়া শাখা পিএলসির সিনিয়র অফিসার এ.এন.পি আলমগীরের সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ হায়দারুজ্জামান ।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদায়ী শাখা ব্যবস্থাপক মোঃ মাঈদ নূর চৌধুরী, নবাগত শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহান্মদ হাবিবুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসি কেন্দুয়া শাখার অফিসার আবেদ রাজ্জাক, ফেরদৌস আহমেদ এবং হাজী শহীদ ব্রিকসের স্বত্বাধিকারী হাজী ফারুক আহমেদ, লিসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জসিম উদ্দিন খোকন, কেন্দুয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সরকার উজ্জ্বল, মেসার্স বজলুর রহমান মেসার্সের স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ প্রমুখ । এর আগে প্রধান অতিথি, বিদায়ী শাখা ব্যবস্থাপক ও নবাগত শাখা ব্যবস্থাপককে এক এক করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন গ্রাহক, অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।