সাগর তালুকদার: সরকারী নিয়মনীতি ও নির্দেশনার তোয়াক্কা না করে বঙ্গবন্ধু সরকারি কলেজ একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

গত ১৩ আগষ্ট তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা বরাবর শিক্ষার্থীরা অতিরিক্ত ভর্তি ফি আদায়ের ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকরা জানান, দীর্ঘদিন যাবত সাবেক প্রতিমন্ত্রীর ছোট ভাই প্রিন্সিপাল সাজ্জাদ আহমেদের একক নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু সরকারি কলেজ পরিচালনা করে আসছেন। উনার স্বেচ্ছাচারীতার পুরো কলেজটি জিম্মি হয়ে পড়েছে।

গত ৫ আগস্ট এরপর থেকে তিনি বঙ্গবন্ধু সরকারি কলেজে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি নিয়ে গোটা উপজেলায় চলছে নানা গুঞ্জন।

অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রিন্সিপাল সাজ্জাদ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে উনার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি, মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছি।