ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল্ল্যাহ চৌধুরীর বড় ছেলে, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশেক উল্ল্যাহ চৌধুরী (৬৭) ইন্তেকাল করেন(ইন্নানিল্লাহি ----রাজিউন)।

শুক্রবার (১৬ আগস্টা) ভোরে বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

শুক্রবার দুপুর আড়াইটায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার ভালুকা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আশেক উল্ল্যাহ চৌধুরী ভালুকা থেকে তিন বারের সাবেক এমপি ও বিএনপি নেতা মরহুম আমান উল্ল্যাহ চৌধুরীর ভাতিজা। ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি।