ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মাটি ভরাট করে বিদ্যালয় মাঠের জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের।
অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয় মাঠের জমি দখল ও মোটা অংকের অর্থ বিনিময়ে বিদ্যালয়ের তিনটি পদে চাকরি দেয়ার পরিকল্পনার অভিযোগ এনে এবং প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।
পরে, ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভালুকা উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দেওয়া হয়।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার ওই বিদ্যালয় মাঠের জমি পরিমাপ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্যে চিঠি দিলে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম সরজমিনে ওই বিদ্যালয়ের জমি পরিমাপ করেন গত ১৫জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর প্রতিবেদন দাখিল করেন। সার্ভেয়ারের দেয়া প্রতিবেদনে দেখা যায় স্থানীয় একাধিক দাতা মোট ৭টি দলিলে উপজেলার পাঁচগাঁও মৌজার বিভিন্ন দাগের ১ দশমিক ৫৮ একর জমি ওই বিদ্যালয়ের নামে দান করেছেন।
এদিকে, আর.এস ৪৩২দাগে বিদ্যালয়ের ৫৮শতাংশ জমির ১৫শতাংশ জমিতে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ ১১জন ব্যক্তি দোকান পাট নির্মাণ করে অবৈধভাবে দখলে করে নিয়েছেন এবং আরএস ১৯৪ নং দাগের ৮শতাংশ জমি পতিত অবস্থায় অন্য একজনের দখলে আছে। পাশাপশি বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. আবু হানিফ মন্ডল পাঁচগাঁও মৌজার আরএস ৪৩৩ নং দাগে বিদ্যালয় মাঠের দশমিক ৩ শতাংশ জমিতে মাটি ভরাট করেছেন।
প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, বিদ্যালয় মাঠের জমি দখলের সময় সবাইকে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু, তারা শুনে নাই। তিনি বিদ্যালয়ের জমি উদ্ধারে সবার সহযোগিতা কমনা করেন।
বিদ্যালয় সভাপতি আবু হানিফ জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। ওই ৩শতক জমি তার বাবা-মায়ের নামে এবং জমির খাজনা হাল সন পর্যন্ত পরিশোধ করা আছে। মাটি ভরাটের পর দখলের অভিযোগ উঠায় রেজ্যুলেশন করে এবং শিক্ষকদের উপস্থিতিতে খুঁটি পুঁতে ওই জমি তিনি বিদ্যালয়কে বুঝিয়ে দিয়েছেন। প্রয়োজনে বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে দেয়া হবে। এছাড়াও, সার্ভেয়ারের দেয়া প্রতিবেদনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আপত্তি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খান জানান, উপজেলার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের অনুকুলে এ পর্যন্ত পাওয়া দলিলে অনুসারে বিদ্যালয়ের জমি কম আছে এবং সার্ভেয়ারে তদন্ত অনুসারে বিদ্যালয়ের দশমিক ৩ শতাংশ জমি বর্তমান সভপতির দখলে আছে বলে আছে।