অনলাইন ডেস্ক : ধনী ও সম্পদশালী হওয়ার জন্য চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্সে। শনিবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলে টাকা স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এর সঙ্গে বেশ কয়েকটি চিঠিও মেলে। এর মধ্যে বেনামে একটি চিঠি পাওয়া যায়।

এতে ওই ব্যক্তি লিখেছেন, ‘হে আল্লাহ আমাকে এ বছরে কোটি কোটি টাকার সম্পদশালী ও হালালভাবে ধনী বানিয়ে দাও। আমি ধনী হলে প্রতি বছর আপনার এই মাসজিদে ১টা ছাগল বা সমপরিমাণ টাকা দেবো আমার মৃত্যু পর্যন্ত। আমি কোনো কাজে সফল হয়নি। তুমি দয়া করো আমার ওপর। আমি যেন জীবনে সফল হতে পারি এবং আমার যত জানা-অজানা শত্রু আছে তাদের হাত থেকে রক্ষা পেতে পারি। আমিন, আমিন আমিন।’