স্টাফ রিপোর্টার : সোনালী ব্যাংকের বিনা শাখা হতে তিনজন ব্যবসায়িকে বাংল কিউ আর কোড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে স্থাপিত সোনালী ব্যাংকের বিনা শাখা কর্তৃক তিনটি বাংলা কিউ আর কোড তিনজন গ্রাহকের হাতে হস্তান্তর করেন শাখা ম্যানেজার ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক আবুল কালাম আজাদ।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার কৃষি অর্থনীতি বিভাগের নির্বাহী সাইফুল ইসলাম।

বাংলা কিউ আর কোড আবেদনকারী হিসেবে উপস্থিত মাহিরা মেডিক্যাল এর স্বত্বাধিকারী তৌফিকুল আলম, আলী মেডিক্যাল এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মায়ের দোয়া স্টোর এর স্বত্বাধিকারী আল আমিন।

এখন থেকে যেকোনো গ্রাহক মুঠোফোনে কিউ আর কোড স্ক্যান করে ক্যাশবিহীন পন্যমুল্য প্রদান করতে পারবেন। সোনালী ব্যাংকের বাংলা কিউ আর কোড প্রাপ্তিতে ক্যাশবিহীন কেনাকাটা অধিকতর সহজ, স্মার্ট, আধুনিক এবং যুগোপযোগী হিসেবে অভিহিত করে তাদের তিনজনই সোনালী ব্যাংকের নিকট তাদের স্বস্তি ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।

মাহিরা মেডিক্যাল এর স্বত্বাধিকারী তৌফিকুল আলম তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সোনালী ব্যাংক ডিজিটাল সেবা নিয়ে জনমানুষের কাছে যেভাবে সেবার বিস্তার ঘটিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরও বলেন, সোনালী ব্যাংকের ডিজিটাল সেবার মাধ্যমে ব্যাংক এখন হাতের মুঠোয় এবং হিসাব ওপেনিং থেকে শুরু করে সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম ঘরে বসেই সম্পাদন করা যায়।

সোনালী ব্যাংকের বাংলা কিউ আর কোড গ্রহণ ও ব্যবহার করার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক সম্পর্ক রচনা করার জন্য তিনজন গ্রাহককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শাখা ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সোনালী ব্যাংক পিএলসি রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক।

আমাদের ব্যাংকের ডিজিটাল সেবাসমূহ সবার থেকে আধুনিক ও স্মার্ট।

ব্যাংকের ডিজিটাল সেবাসহ সকল ব্যাংকিং কার্যক্রমকে সর্বসাধারণের মাঝে অবিরাম অবারিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ মর্মে জানানিয়েছেন শাখা ম্যানেজার।

বাংল কিউ আর কোড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখার প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র অফিসার অভিজিৎ সরকার, শামছুন্নাহার শিমু, দোলন আরা নাজমা, সুলতানা মমতাজ, শেখ মোঃ আশরাফুজ্জামান, অফিসার আইটি ফরিদা ইয়াসমিনসহ শাখার কর্মকর্তাবৃন্দ।