নালিতাবাড়ী প্রতিনিধি: জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে পৌরশহরের সেঁজুতি অঙ্গনে ওই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

'বাংলা সংস্কৃতি ও সাহিত্যে শরৎ স্তুতি' শিরোনামে একুশে পাঠচক্রের ৫৫ তম আসরে শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইনজীবী সুধাংশু কালোয়ার, শিক্ষক মুঞ্জুয়ারা বেগম, শিক্ষক জাহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী, সংস্কৃতিমান মানিক সাহা।

উপস্থাপনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল করিম, সঙ্গীত শিক্ষক সেলিনা মোস্তারী, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল, শিক্ষক শান্তি সাহা, শিক্ষক শঙ্করী সূত্রধর, নাট্যজন আমিনুল ইসলাম, সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ।

দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন সেলিনা মোস্তারী, মনি গাঙ্গুলি। কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি, স্বরচিত কবিতা পাঠ করেন মিথিল সাহা, সুচি, তাসনিম মাশুক। অভিনয় করেন অভি, তীর্থ,তিথি ও শুভজিৎ।