দেশের বন্যার্ত মানুষের চিকিৎসা ও খাদ্য সহায়তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২৪ আগস্ট শনিবার ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’র ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার দুপুরে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’র ছাত্রনেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা

ফার্মাসিউটিক্যালস লি. এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ছাড়াও আরও বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমীন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. কাজী মো. রশীদ উন নবী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমান।

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’র ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ, আরিয়ানসহ অন্যান্যা।

সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যাজনিত কারণে যে দুর্যোগ ও দুর্ভোগ তৈরি হয়েছে তা সবাইকে সাথে নিয়ে মোকাবিলা করতে হবে। ঔষধ শিল্প সমিতি বন্যায় আক্রান্তদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানে নিবেদিত হয়ে কাজ করবে।

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’র ত্রাণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ওরস্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, এন্টিবায়েটিকসহ প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়। একইসাথে কয়েক ট্রাক মুড়ি, চিনি, জুস, বিস্কিট ও মিনারেল ওয়াটার হস্তান্তর করা হয়।

(জাহিদ রহমান, মিডিয়া কনসালটেন্ট, পৎু প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি)