দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ^রী নদীর বালুমহাল থেকে রাতের আঁধারে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে সোমেশ^রী বালু মহালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় বালু চুরির কাজে জড়িত ১৬জন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামের বোরহান উদ্দিন (১৮), মো. আলম হোসেন (২২), মো. আবু হানিফ (১৮), মো. হাবিলুল মিয়া (২০), মো. শরিফুল ইসলাম (১৮), উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মো. আল মামুন (২০), মো. মাসুম (২৬), একই ইউনিয়নের ইশ^রখোলা গ্রামের মো. আনাস মিয়া (৩২), মো. সাকিব হোসেন (১৮), মো. শহীদুল ইসলাম (২১), মো. হারুন রশীদ (৩৫), মো. রাসেল (২৯), মো. বাদশা মিয়া (৩৭), মো. হোসেন আলী (৪৪), একই ইউনিয়নের দক্ষিন শংকরপুর গ্রামের মো. শামীম (২৯) ও মো. আনারুল বিশ^াস (২৬)। সেইসাথে ট্রলার থেকে ১১শত ফুট বালু জব্দ করা হয়।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জানান, গভীররাতে ট্রলারের মাধ্যমে সোমেশ^রী নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৬ জনের প্রত্যেককে পনের দিনের কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়েছে।