স্টাফ রিপোর্টার : ময়মনসিংস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি বন্যা দুর্গতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা জমা করেছেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে সোনালী ব্যাংকের বিনা শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় শাখার ব্যাংক হিসাবে উক্ত নগদ অর্থ সহায়তা জমা করেছেন। এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত ডীন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে নগদ অর্থ সহায়তা জমা করার সময় আরও উপস্থিথ ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ও বৃহত্তর কুমিল্লা সমিতি ময়মনসিংহ এর সভাপতি প্রফেসর ড. মো. জয়নাল আবেদীন, সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল ওয়াদুদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর ড. আবদুল মোমেন মিয়া, সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন চৌধুরী, মাৎস্য বিজ্ঞান অনুষদের সাবেক ডীন এবং সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. আবুল মনসুর মিল্লাত, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সহসভাপতি ড. ইব্রাহীম খলিল, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট এর লেকচারার এবং সমিতির প্রচার সম্পাদক মো. তারিকুল ইসলাম, সমিতির সদস্য আতিকুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ।

সংকটে-দুর্যোগে মানুষের পাশে থেকে বন্যার্ত অসহায় ও নিরন্ন জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার জন্য ময়মনসিংহস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির আহবানে সাড়া দিয়ে এই উদ্যোগের সাথে যুক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী সহ সবাইকে সমিতর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে সমিতির আর্থিক সহায়তা জমা করার কার্যক্রমে সোনালী ব্যাংকের বিনা শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ সার্বিক সহযোগিতা করেন এবং শাখা ম্যানেজার ময়মনসিংস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেকোনো ব্যাংকিং সেবা কার্যক্রম অবিরাম অবারিত রাখতে সোনালী ব্যাংক সদা প্রস্তুত।