কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যুব ফোরাম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সুইডেনের আর্থিক সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের মাধ্যমে পরিচালিত এই যুব ফোরাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন,উপজেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী চয়ন সরকার, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক হিরন মিয়া ও যুব ফোরামের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন,বিশ্বব্যাপী শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চা এই তিনটি বিষয় বাস্তবায়নে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি আমরা।