স্টাফ রিপোর্টার : সিএমএসএমই খাতে অর্থায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণের অংশগ্রহণে ব্যাংকার উদ্যোক্তা সম্মেলন : অর্থায়ন নীতিমালা ও কৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সেমিনার কক্ষে অনুষ্ঠিত উক্ত সেমিনার আয়োজন করে সোনালী ব্যাংকের বিনা শাখা।

সেমিনারে ময়মনসিংহ মহানগরের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

সোনালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মামুদুল হক, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা, ময়মনসিংহ উদ্যোক্তা উন্নয়ন এসোসিয়েশন এর সভাপতি সৈয়দা সেলিমা আজাদ, বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের নির্বাহী ড. মো. কামরুল ইসলাম খান।

সেমিনারের মূল পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন বিনা শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মো. আবুল কালাম আজাদ।

সিএমএসএমই খাতে অর্থায়ন বিষয়ে নীতিমালা ও কৌশল নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনায় ছিলেন এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা। অর্থায়ন নীতিমালা ও কৌশল উপস্থাপনার পরপরই সেমিনারে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জবার দিয়েছেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

সোনালী ব্যাংকের নির্বাহীগণ সিএমএসএমই খাতে অর্থায়নে ঋণের বিপরীতে গ্রাহকের প্রয়োজনীয় দলিলপত্র, মর্টগেজ এবং ব্যাংক ও গ্রাহকের বিনিয়োগের পরিমাণ ইত্যাকার যাবতীয় বিষয়াবলী অগশগ্রহনকারী উদ্যোক্তাদের সামনে উপস্থাপন করেন। বিনা শাখার শাখা ম্যানেজার উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বপ্ন নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই স্বপ্ন পূরণে সোনালী ব্যাংক অর্থায়ন করতে প্রস্তুত।

সেমিনার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র অফিসার শামছুন্নাহার শিমু, অভিজিৎ সরকার, দোলন আরা নাজমা, শেখ মোঃ আশরাফুজ্জামান, সুলতানা মমতাজ, শেলিনা আক্তার, মাহমুদা আক্তার, ফরিদা ইয়াসমিন, মোস্তফা মোরশেদ প্রমুখ।