জামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে বুধবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে বিলাসী শপিং সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মালিক পক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান।
জানা যায়, উপজেলার বালিজুড়ি বাজারের রিফাত তালুকদার মার্কেটের ২য় তলায় অবস্থিত বিলাসী শপিং নামের এক দোকানে মদ্যরাতে আগুনের সূত্রপাত হয়।
মার্কেটের পরিচালক রিফাত তালুকদার জানান, খবর পেয়ে মার্কেটে গিয়ে দেখি বিলাসী শপিং থেকে প্রচুর আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। দেখেই মাদারগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেই। পরে মাদারগঞ্জ, মেলান্দহ, জামালপুর থেকে ৩টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারগঞ্জ ফায়ার স্টেশনের ওয়ারহাউজ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, কোথায় হতে আগুনের সূত্রপাত হয়েছে এবং কতো টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। আমরা ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই।
তিনি আরো জানান, দোকানে প্রচুর কাপড় ও জুতা মজুদ ছিল। তাই আগুন দ্রুত্র ছড়িয়ে পড়ে। তবে মার্কেটের অন্যান্য অংশে ছড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।