কেন্দুয়া প্রতিনিধি : বুধবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেন কেন্দুয়া উপজেলা একাদশ বনাম আঠারোবাড়ী ফুটবল একাদশ।
উল্লেখ্য, উপজেলা ফুটবল একাদশ এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের সহযোগীতায় বন্যার্তদের সাহার্যাথে এই খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কেন্দুয়া ফুটবল একাদশ জয়লাভ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার এসআই রুকন উদ্দিন, উপজেলা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান জহুরুল আলম ভূইয়া স্বপন, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী সাবেক শিক্ষক মহিউদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান প্রমুখ।
খেলা আনন্দ উপভোগ করতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।
ধারা ভাষ্যকার ছিলেন ক্রীড়ামোদি জুবায়ের ইমন হিলালী ও সায়মা শাহজাহান একাডেমির শিক্ষক মোহাম্মদ সবুজ মিয়া। খেলার সার্বিক সহযোগিতা করেন ক্রীড়া সংঘটক নূরে আলম জেসি।