সাইফুল ইসলাম বাবুল : ময়মনসিংহের গফরগাঁওয়ে সাঁকো দিয়ে নদী পড়ে হওয়ার সময় নিখোঁজ কিশোরী সিনথিয়া আক্তার লাকি (১৪)লাশ উদ্ধার করেছে স্বজনরা।

ঘটনার আটদিন পর বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকার সুতিয়া নদী থেকে লাশ উদ্ধার করে। গত ২১ আগস্ট দুপুরে যশরা ইউনিয়নের কাঁঠালিডিঙ্গা গ্রামের মুচার মোড়ে সাঁকো দিয়ে সুতিয়া নদী পাড় হওয়ার সময় কিশোরী সিনথিয়া আক্তার লাকি পানি ডুবে নিখোঁজ হয়।

নিহত কিশোরীর বাড়ি রসুলপুর ইউনিয়নের ভরবরা গ্রামে। তার বাবার নাম সিদ্দিক মিয়া। নানা বাড়িতে বেড়াতে এসে সাঁকো দিয়ে নদী পারাপারের সময় পানিতে পড়ে যায় সে। নিহত কিশোরী চাচা গোলাপ মিয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।