দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে মূলস্রোতধারায় সম্পৃক্তকরণে গণসচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ সভা হয়।

দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতোস নকরেক প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রবীণ প্রতিবন্ধীদের সহযোগিতা ও ক্লাব রেজিষ্ট্রিকরণ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতায় আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবা অফিসার মাসুল তালুকদার।